ছাদবাগান; শহরের বুকে এক সবুজ সম্ভাবনা

ছাদবাগান; শহরের বুকে এক সবুজ সম্ভাবনা



Any help24



বর্তমানে আধুনিকতার ছোয়ায় আমরা প্রতিনিয়ত প্রকৃতি থেকে বেশ দূরে সরে যাচ্ছি।আধুনিকতার ছোয়াজাচ্ছি।ভুলেই যাচ্ছি প্রকৃতি আসলে কিসে সুন্দর।আর সেইসাথে আমরা আরও ভুলে যাচ্ছি সুন্দর প্রকৃতিই আমাদের সুন্দর মন ও সুসাস্থের অন্তরায়।প্রতিনিয়ত আমরা।গাছ কাটছি, সবুজ হারাচ্ছি, আর সাথে সাথে হারাচ্ছি নির্মল বাতাস, ঠান্ডা পরিবেশ আর মানসিক প্রশান্তি। অথচ আমরা চাইলেই আমাদের শহুরে জিবনেও আনতে পারি প্রকৃতির ছোয়া।যেমন আমরা আমাদের ঘর বা বাড়ির এক টুকরো ছাদ থেকেই করতে পারি ছাদ বাগান।বসবাস করতে পারি একটুকরো জীবন্ত বাগানে।যা আমাদের স্বাস্থ্যের পাশাপাশি পরিবেশেরও বন্ধু হতে পারে।



ছাদবাগান কেন জরুরী ??



১।বায়ু পরিশোষণ করেঃ আমরা জানি বাতাসে মিশে থাকে প্রচুর পরিমানে ক্ষতিকর উপাদান।যা গাছপালা শোষণ করে নেয়।ফলে পরিবেশর ক্ষতিকর উপাদান গুলো গাছপালা নিয়ে নেয় সেইসাথে অক্সিজেন বাড়ায়।ফলে শহর থেকে দূষিত পদার্থ ও বাতাস দূর হয়।পরিবেশ থাকে সুস্থ্য।


২।পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রন করেঃ বর্তমানে রোদ এর তাপমাত্রা অনেক তীব্র।বিশেষ করে শহর অঞ্চলে ।কারন এখানে কংক্রিট এ তৈরি বড় বড় দালান এবং ফ্যাক্টরি অনেক বেশি।কংক্রিট এ তৈরি ছাদ প্রচুর পরিমানে তাপ শোষণ করে।তাই ছাদ এর উপরে গাছ থাকলে গাছ প্রচুর তাপ শোষণ করে ।ফলে ছাদ ঠাণ্ডা থাকে।ঘরের ভেতরও স্বস্তিকর পরিবেশ তৈরি হয়।


৩।বৃষ্টির পানি সংরক্ষণে ভূমিকা রাখেঃ ছাদে সবুজ থাকলে পানির ধারণক্ষমতা বাড়ে এবং পানি নিঃসরণ ধীর হয়, ফলে জলাবদ্ধতা কমে।


৪।মানসিক প্রশান্তি দেয়ঃ গাছের সঙ্গে সময় কাটালে মানসিক চাপ কমে ও মানসিক সুস্থতা বজায় থাকে।কারণ প্রকৃতি হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। সেইসাথে অবসর সময়টা আমরা অনেক সুন্দর ও মনোরম পরিবেশে কাটাতে পারি।



আসুন জেনে নেই ছাদবাগানে কি কি ফসল ফলানো যায়



ছাদ এর ছোট্ট জায়গায় বিভিন্ন টব ও চারা দিয়ে বাগান করা জেতে পারে।শুধু দরকার ইচ্ছা ও যত্নের।ছাদে সহজে ফলানো জায় এমন কিছু গাছ বা ফসলের মধ্যে রয়েছে -


১।শাকসবজি জাতীয়


যেমনঃ

  • পালংশাক, লালশাক, ধনে পাতা

  • মুলা, গাজর, বিট

  • কাঁচা মরিচ, বেগুন, টমেটো, লাউ, ঢেঁড়স


২। ফল জাতীয়

যেমনঃ 

  • টব বা ড্রামে রাখা কলম করা আম, কুল, ডালিম

  • স্ট্রবেরি, পেয়ারা, লেবু


৩।ভেষজ গাছ ও মসলা

যেমনঃ

  • তুলসি, রোজমেরি, পুদিনা

  • আদা, হলুদ, লংগ, কর্পূর গাছ


৪।সৌন্দর্য বৃদ্ধির জন্য

যেমনঃ

  • রজনীগন্ধা, বেলি, গাঁদা

  • সূর্যমুখী, বাগানবিলাস

ইত্যাদি।


জেনে রাখুন ছাদবাগান শুরু করার আগে সহজ কিছু টিপস

  • ছাদের জলবাহী নিষ্কাশনের ব্যবস্থা ঠিক রাখতে হবে

  • প্লাস্টিক টব, রিসাইকেল করা বোতল, ড্রাম ব্যবহার করা যায়

  • ভালো মাটি, জৈব সার ও সময়মতো পানি দেওয়া জরুরি

  • ছাদের ওজন সহনশীলতা দেখে গাছ নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ


সবশেষে বলব,ছাদ বাগান শুধু একটি শখ নয়, এটি একটি দায়িত্ব।বর্তমান সময় ও বুদ্ধি কে কাজে লাগিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি বাসযোগ্য শহর উপহার দিতে চাইলে আজ থেকেই আমাদের নিজের ছাদে একটি সবুজ কোণ তৈরি করতে হবে।এতে আপনি নিজে যেমন শাকসবজির চাহিদা পূরণ করতে পারবে, তেমনি একটা সতেজ মন এবং সুস্থ পরিবেশও উপভোগ করতে পারবে।সকলেই সুস্থ থাকি সেইসাথে পরিবেশ কেউ সুস্থ রাখি।


আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। 



আরো জানুনঃ

শীতের সময় কলা খাবো নাকি খাবো না ? কলার উপকারিতা।

পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।

সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।