ধোঁয়ার আড়ালে লুকানো মৃত্যু

 ধোঁয়ার আড়ালে লুকানো মৃত্যু


Any help24


ধূমপান মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি হৃদরোগ, ক্যান্সার, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায়। এছাড়া, ধূমপানের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। 

ধূমপানের কারণে সৃষ্ট স্বাস্থ্য সমস্যাগুলো হলো:


হৃদরোগ:


ধূমপান হৃদরোগের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সিগারেটের ধোঁয়ায় থাকা কার্বন মনোক্সাইড রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমিয়ে দেয়, যা হৃদপিণ্ডকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে। 


ক্যান্সার:


ফুসফুস ক্যান্সার, মুখগহ্বর ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, মূত্রথলির ক্যান্সার সহ বিভিন্ন ধরণের ক্যান্সারের প্রধান কারণ ধূমপান। 


শ্বাসকষ্ট:


ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ব্রঙ্কাইটিস, এবং এম্ফাইsema-এর মতো শ্বাসকষ্টজনিত রোগের অন্যতম কারণ ধূমপান। 


প্রজনন স্বাস্থ্য সমস্যা:


ধূমপানের কারণে পুরুষের বন্ধ্যাত্ব এবং মহিলাদের গর্ভাবস্থায় জটিলতা দেখা দিতে পারে। 


রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া:


ধূমপানের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজেই বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধতে পারে। 


অকাল বার্ধক্য:

ধূমপান ত্বক এবং শরীরের অন্যান্য অংশে অকাল বার্ধক্যের সৃষ্টি করে। 



এছাড়া, ধূমপানের ফলে মুখের দুর্গন্ধ, দাঁত হলুদ হয়ে যাওয়া, এবং স্বাদ ও ঘ্রাণ নেওয়ার ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাও দেখা যায়। 



আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। 



আরো জানুনঃ

শীতের সময় কলা খাবো নাকি খাবো না ? কলার উপকারিতা।

পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।

সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)

ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।