কেক মেকিং,এক মিষ্টি ক্যারিয়ারের সূচনা
কেক তৈরি করা একসময় ছিল কেবলমাত্র মানুষের শখ।আর এই শখই এখন হয়ে গেছে তাদের পেশা। একসময় এটি ছিল শুধুই ঘরোয়াভাবে অতিথি আপ্যায়নের উপায়, আজ এটি হয়ে উঠছে একটি চাহিদাসম্পন্ন ও লাভজনক ক্যারিয়ার।প্রতিটি মানুষের জীবনের বিশেষ মুহুর্তকে আরও রঙিন করে তুলতে কেক যুগযুগ ধরেই বেশ জনপ্রিয়।সৃষ্টিশীলতা, স্বাদ, ও মানুষের আনন্দের সঙ্গে জড়িয়ে থাকা এই পেশাটি আজ অনেক তরুণ-তরুণীর জীবনের মোড় ঘুরিয়ে দিচ্ছে।অল্প বয়স থেকেই তারা হয়ে উঠছে সফল উদ্যোক্তা।
কেন কেক মেকিংকে পেশা হিসেবে বেছে নেবেন?
১.সৃজনশীলতাঃ আপনি নিজেই নিজের সৃজনশীলতা কে কাজে লাগিয়ে আপনার নিজস্ব ডিজাইন,স্বাদ,পরিবেশনার ধরন ঠিক করতে পারবেন।নিজের ইচ্ছাগুলো কাজের মাধ্যমে প্রকাশ করতে পারবেন।
২.স্বাধীনতাঃ আমরা কোন কাজ করতে গেলে সেখানে নিজ স্বাধীনতা বা ইচ্ছায় করতে পারিনা।কিন্তু এখানে আমরা নিজের ইচ্ছে মত স্টাইল তৈরি করার সুযোগ এখানে অবারিত।নিজের ইচ্ছে মতো যখন খুশি তখন কাজ করা যায়।
৩.কম বিনিয়োগে শুরু: ঘরেই ছোট একটি ওভেন, কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং উপকরণ দিয়ে শুরু করা যায়—চাই শুধু দক্ষতা আর সৃজনশীলতা।
৪. সামাজিক মাধ্যমে বিপণনের সুবিধা:আপনি চাইলে এই পেশার মাধ্যমে আপনার কাজ কে পুরো বিশ্বের কাছে পৌছে দিতে পারবেন।facebook,instagram,youtube বা নিজস্ব website এর মাধ্যমে ।আর এখানে খুব সহজেই গ্রাহক দের খুজে পেতে পারবেন।যা আপনার ব্যবসা কে ঘরে বসেই এগিয়ে জেতে সহজোগিতা করবে।
৫. উৎসব বা অনুষ্ঠানে চাহিদা বাড়ছে: জন্মদিন, এনিভার্সারি, বিবাহ, কর্পোরেট গিফট—প্রত্যেক ক্ষেত্রে কাস্টমাইজড কেকের চাহিদা এখন তুঙ্গে।আর মানুষও বর্তমানে স্বাদ ও স্বাস্থ্যের ব্যাপারে অনেক বেশি সচেতন তাই ঘরোয়া কেক এর চাহিদা দিন দিন বাড়তেই আছে।
কীভাবে শুরু করবেন এই ক্যারিয়ার?
।১.প্রাথমিক দক্ষতা অর্জন: কোনো স্বল্পমেয়াদি বেকিং কোর্স বা ওয়ার্কশপ থেকে শুরু করুন—যেমন Skill Pro Technical Institute-এর কেক মেকিং কোর্স।
২.অনুশীলন এবং নিরীক্ষা: নিয়মিত প্র্যাকটিস করুন, নতুন ফ্লেভার ও ডিজাইন ট্রাই করুন।
৩.ছবি ও ভিডিও তৈরি করুন: প্রতিটি কেকের সুন্দর ছবি তুলে অনলাইনে শেয়ার করুন—এটাই হবে আপনার প্রোফেশনাল পোর্টফোলিও।।
৫.অর্ডার নিতে শুরু করুন: বন্ধু-বান্ধব, আত্মীয়দের মধ্য থেকে শুরু করে ধীরে ধীরে বড় পরিসরে কাজ নিন।
ভবিষ্যৎ সম্ভাবনা
১.নিজস্ব হোম বেকারি বা ব্র্যান্ড তৈরি
২.অনলাইন কোর্স বা ওয়ার্কশপ চালু
৪.ইভেন্ট বা ওয়েডিং কেক স্পেশালিস্ট হওয়া
৫.ফুড ব্লগিং, রেসিপি বুক প্রকাশ—সবই সম্ভব সেইসাথে কনটেন্ট ক্রিয়েটরও
আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।
আরো জানুনঃ
শীতের সময় কলা খাবো নাকি খাবো না ? কলার উপকারিতা।
পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।
সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।