করোনা মহামারির আতঙ্ক কমে গেলেও সংক্রমণ থেমে নেইঃ
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ ঃ
সংক্রমণ প্রতিরোধে দেশের মানুষকে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হলো। ষাটোর্ধ্ব মানুষ চতুর্থ ডোজের টিকা আগে পাবেন। একই সঙ্গে সারা দেশের টিকা কেন্দ্রগুলোতে আজ থেকে করোনাভাইরাস টিকার চতুর্থ ডোজ দেওয়া শুরু হলো সারা দেশের স্থায়ী টিকা কেন্দ্রগুলোতে এ টিকা দেওয়া হবে।
করোনার সম্মুখসারির যোদ্ধা, ষাটোর্ধ্ব নানা জটিল রোগে আক্রান্ত এবং অন্তঃসত্ত্বা নারীরা এ টিকা পাবেন। তৃতীয় ডোজ নেওয়ার চার মাস পর নেওয়া যাবে চতুর্থ ডোজ। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি যারা ইতোমধ্যে তৃতীয় ডোজ নিয়েছেন, তাদের এ কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে।
বাংলাদেশ সরকারের তথ্য মতেঃ
গবেষণায় তথ্য অনুসারেঃ
কিছু অংশগ্রহণকারীর চতুর্থ ডোজের আগেও উচ্চ অ্যান্টিবডি স্তর পরিলক্ষিত হয় এবং চতুর্থ ডোজ থেকে সামান্যই বৃদ্ধি পাওয়ার প্রমাণ দেখা যায়। গবেষকেরা বলেছেন, এই প্রবণতা পূর্ববর্তী সময়ে কোভিডে সংক্রমিত মানুষের মধ্যেও লক্ষ করা গেছে, যা থেকে বোঝা যায় যে বেজলাইন মাত্রা বেশি হলে চতুর্থ ডোজ কোভিড প্রতিরোধের ক্ষমতা তেমন বাড়াতে পারে না।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের এক গবেষণায় দেখা গেছে, কম রোগ প্রতিরোধক্ষমতাসম্পন্ন রোগীদের মধ্যে তিনটি ডোজের পর অ্যান্টিবডির প্রতিক্রিয়া কম বা অপর্যাপ্ত পরিমাণে দেখায়, যা কোভিড প্রতিরোধে অকার্যকর। তাই শনাক্তযোগ্য অ্যান্টিবডি পেতে তাঁদের চতুর্থ ডোজ প্রয়োজন।
বিশ্বের একাধিক টিকা প্রস্তুতকারক সংস্থা এখন যৌথ টিকা তৈরির চেষ্টা চালাচ্ছে; যা বর্তমান টিকাগুলোর চেয়ে বেশি কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। কোনো কোনো সংস্থা আবার ফ্লুর জন্য তৈরি আরএসভি ভ্যাকসিনের সঙ্গে করোনার ভ্যাকসিন মিলিয়ে টিকা তৈরির চেষ্টা করছে। ২০২৩ সাল নাগাদ তা বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।
আশা করি আমাদের প্রত্যেকটি পোষ্ট আপনাদের ভালোলাগবে এবং উপকারে আসবে ।
স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি কোনো সমস্যা হয় ?
স্বাস্থ্য ভালো রাখতে খাওয়ার পর যে কাজগুলো করবেন না ?
দুধ -আনারস একসাথে খেলে কি মানুষ মারা যায় ? জেনেনিন এর সঠিক উত্তর ।
পিরিয়ড চলাকালিন মেয়েরা যেসব কাজ থেকে বিরত থাকবেন ।
পর্যাপ্ত ঘুম না হলে ক্ষতি কী । এবং জেনে নিন ঘুম না হলে কী করবেন ?
রাতকানা রোগ কী ? রাতকানা রোগ কেন হয় ? এবং এর প্রতিকার ।
রক্তস্বল্পতা কি ? এর কারণ , লক্ষণ, চিহ্ন, চিকিৎসা এবং উপদেশ ?
কান পাকা রোগ কেন হয় এর কারণ,লক্ষণ,চিহ্ন এবং চিকিৎসা
কনজাংটিভাইটিস বা ( চোখ উঠা ) কি ? এর কারণ , লক্ষণ/চিহ্ন , চিকিৎসা এবং প্রতিরোধ ।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।