নার্সিং পেশার ভবিষ্যৎ ,সম্ভাবনা ও চ্যালেঞ্জ
জীবনের এক সময় এসে প্রতিটি মানুষই চায় সফল ক্যারিয়ারের ঠিকানা।কিন্তু অনেকেই সিদ্ধান্তহীনতায় ভোগে।
বুঝে উঠতে পারেনা কোন পেশাই ক্যারিয়ার কেমন।এরমাঝে অনেক লোকেরা না জেনে বিভিন্ন কারন
এ নার্সিং নিয়ে পরাশোনা করে থাকে।এবং ক্যারিয়ারের জন্য চিন্তা করে।লক্ষ্য রাখে জিবনে বড় হবার।
জীবনে ভালো ক্যারিয়ার গঠনে নার্সিং পেশাটি হতে পারে দারুণ মাধ্যম।এই ক্ষেত্রটিতে প্রচুর কাজের
সুযোগ রয়েছে ।এটি একটি দুর্দান্ত শ্রদ্ধা এবং সন্তুষ্টিজনক পেশা।মানবসেবা করার এক অন্যতম পেশা
এটি,আমাদের বিশ্বে এর চেয়ে মহৎ পেশা আর কিছুই নেই।
নার্সিং ক্যারিয়ার আপনার জন্য হতে পারে বেশ লাভজনক, যদি আপনি আপনার জীবনে উচ্চ বেতনের চাকরি
করতে চান এবং ভালো সম্মানজনক ক্যারিয়ার চান তাহলে নার্সিং পেশাটি আপনার জন্য।
এর বেশ কিছু কারণ রয়েছে।যেমনঃ
নার্সিং এ চাকরির চাহিদা ব্যাপক। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের উন্নত দেশগুলোতে দ্রুত বর্ধমান পেশাগুলির মধ্যে অন্যতম
হল নার্সিং।দীর্ঘমেয়াদী রোগ এর রোগীদের ও বয়স্ক রোগীদের যত্ন নেওয়ার জন্য দেশ এ বিশেষ করে দেশ এর
বাহিরে ভাল দক্ষ নার্স এর চাহিদা অনেক।তবে অবশ্যই যোগ্য ও দক্ষতা সম্পন্ন হতে হবে।সেই সাথে চাকরির
শুরুর তুলনায় সুযোগসুবিধা গুলো পরবর্তী কয়েক বছরে বাড়তে থাকবে।
বর্তমান সময়ের তুলনায় যত দিন যাবে বিশ্বের উন্নত দেশগুলোতে নার্স দের চাহিদা আরও বাড়তে থাকবে।
কারণঃ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আগামী ২০৩০ সালের মধ্যে ৬০ লাখ নার্সের প্রয়োজন হবে। বর্তমানে কর্মরত নার্সের
মধ্যে একটি অধিক সংখ্যক নার্স অবসরে চলে যাবেন আগামী দশ বছরে।তাই নার্স সের চাহিদা আরও
বাড়বে।
নার্সিং পেশায় চ্যালেঞ্জ এর পাশাপাশি কিছু বিচিত্রতাও রয়েছে।যেমনঃ
ট্র্যাভেল নার্স,ফ্লাইট নার্স,গবেষণা নার্স,ইমারজেন্সী কক্ষের নার্স, এছাড়া আরও রয়েছে ওটি নার্স,
আইসিউ নার্স ইত্যাদি।
সুন্দর ও ভালো ক্যারিয়ারের জন্য নার্সিং পেশা অন্যতম।
আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে।
আরো জানুনঃ
শীতের সময় কলা খাবো নাকি খাবো না ? কলার উপকারিতা।
পাইলস হওয়ার কারণ লক্ষণ ও উপসর্গ সমূহ এবং চিকিৎসা।
সর্দি কাশি ও ইনফ্লুয়েঞ্জা(Common cold and influenza)
ডেঙ্গুজ্বর কী ? প্রকার,লক্ষণ, এবংচিকিৎসা।
ম্যালেরিয়া কী ? প্রকারভেদ,লক্ষণ, এবং চিকিৎসা।
সাইনোসাইটিস কী?লক্ষণ,করণীয় এবং চিকিৎসা।
নিউমোনিয়া কী?লক্ষণ এবং চিকিৎসা।
চিকনগুনিয়া কি?লক্ষণ,কিভাবে ছড়ায়,প্রতিরোধিএবং চিকিৎসা।
শীর্ষ ১০ ধরনের ক্যানসারের আক্রমন হয় বাংলাদেশে।
NOTE: সকল ঔষধ রেজিষ্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন ।