বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ ।
এই সকল বানান আমাদের প্রায়ই দরকার পড়ে আর আমাদের ভিবিন্ন ভর্তি পরিক্ষায় এই ধরনের প্রশ্ন আসে বিশেষ করে আমাদের বানান শুদ্ধ করন প্রশ্ন গুলো তো প্রায় যেকুনো পরিক্ষার প্রশ্নতেই দেখা যায় ।
তাই বাংলা একাডেমির সর্বশেষ বানানের নিয়ম অনুসারে কিছু শুদ্ধ নিচে দেওয়ার চেষ্টা করলাম ।
| ভুল | শুদ্ধ |
|---|---|
| সরকারী | সরকারি |
| সহকারি | সহকারী |
| দজি | দরজি |
| রজনী | রজনি |
| শুন্য বা শূণ্য | শূন্য |
| আয়ত্ত্ব | আয়ত্ত |
| ভিড়িও | ভিডিয়ো |
| ফার্সী | ফারসি |
| ফর্সা | ফরসা |
| রাণী | রানি |
| পীর | পির |
| পরিস্কার | পরিষ্কার |
| গরু | গোরু |
| হীনমন্যতা | হীনম্মন্যতা |
| প্রশিক্ষন | প্রশিক্ষণ |
| পটল | পটোল |
| ঈগল | ইগল |
| ঈদ | ইদ |
| ঘুষ | ঘুস |
| বৈকি | বইকি |
| সাথী | সাথি |
| কৈ | কই |